হবিগঞ্জ প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড হবিগঞ্জ শাখার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে শহরের মোতালিব প্লাজায় প্রিমিয়ার ব্যাংকের হবিগঞ্জ শাখায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক তপন ভট্টচার্য্য, উপ ব্যবস্থাপক দিবাকর পাল, কর্মকর্তা সৈয়দ রাসেল উদ্দিন, মাহমুদুল হাসান, মনজুরুল হাসান তারেক, শোয়েব আহমেদ মিলন ও রউফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম ও মো জহিরুল ইসলাম।
এ সময় ২৫০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল ও ১ কেজি মসুর ডাল বিতরণ করা হয়।
Leave a Reply