হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে গ্রাম্য দাঙ্গা, মাদক ও খাদ্যে ফরমালিন মেশানো সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মূলোৎপাটনে গুণীজনদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ বুধবার সকালে উপজেলার দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার। পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি রেজাউল মোহিত খানের সভাপতিত্বে ও সম্পাদক শিব্বির আহমদ আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানার ওসি রঞ্জন কুমার সামন্ত ও দক্ষিণ-পশ্চিম ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া। এছাড়াও সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, ধর্মীয় নেতা ও আইনজীবীরা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায় ও অপরাধের মূলোৎপাঠন করতে সকলকে সচেতন হতে হবে। চোখের সামনে কোন অন্যায় বা অপরাধ সংঘটিত হলে নীরব না থেকে প্রতিবাদ করতে হবে, না হয় প্রশাসনকে জানাতে হবে।
Leave a Reply