হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে মহান মুক্তিযুদ্ধের প্রথম সদর দফতর তেলিয়াপাড়া দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলার মুর্শেদ খান বীর বিক্রম। প্রধান অতিথি ছিলেন সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহ বীর উত্তম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান।
Leave a Reply