হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আশুরার তাজিয়া মিছিলের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক কিশোর নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র আশুরা উপলক্ষে সদর উপজেলার সুলতানশী সাহেব বাড়ি থেকে বিশাল তাজিয়া মিছিল বের করা হয়। সন্ধ্যা ৬টার দিকে এর শেষ পর্যায়ে ধোপাখাল বাজারের কাছে তাজিয়া মিছিলে থাকা প্রতীকী ইস্পাতের দালানের উপর থাকা চাঁদ আকৃতির ধারালো ইস্পাতে বিদ্যুতের তার লেগে তারটি ছিঁড়ে পড়ে তাজিয়া মিছিলের উপর। এতে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা গোলাম শাহরিয়ার কিশোর নাজির মিয়াকে মৃত ঘোষণা করেন। সে সদর উপজেলার লস্করপুর গ্রামের আজহার আলীর ছেলে।
আহত সুলতানশী গ্রামের আরশাদ মিয়া, সেলিম মিয়া, রাসেল মিয়া, সাইফুল মিয়া, রুয়েল মিয়া ও আরো এক রাসেল মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সকলেরই বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।
হবিগঞ্জ সদরের সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায় ও সদর থানার ওসি ইয়াসিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
এই দুর্ঘটনা ছাড়া হবিগঞ্জে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরা পালিত হয়েছে বলে তারা জানান।
Leave a Reply