হবিগঞ্জ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ তাঁতী লীগ হবিগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা তাঁতী লীগের আহ্বায়ক মুদ্দত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উদ্বোধক ছিলেন, তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করা হয়।
Leave a Reply