হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৮তম অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। তথ্যপ্রযুক্তি এবং লার্নিং ও আর্নিংয়ের মাধ্যমে অনেকেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মো জাকারিয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, আব্দুল বারী লস্কর, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ মো নূরুজ্জামান চৌধুরী শওকত।
প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
Leave a Reply