হবিগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি আলাদা আলাদাভাবে প্রচারণা চালিয়েছে।
রবিবার দুপুরে শহরের টাউন হল রোডে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি প্রচার মিছিল বের করা হয়।
পরে শহরের বদিউজ্জামান রোডে এক পথসভায় বক্তৃতা করেন, দলের জেলা সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
অন্যদিকে শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয় থেকে প্রচার অভিযানে নামে জেলা বিএনপি। এ সময় দলের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র জি কে গউছের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply