হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে থ্রিপল থ্রি কল সেন্টারের মাধ্যমে সেবা প্রদান, অনলাইন ডিলিং লাইসেন্স সিস্টেম ও ছাদ কৃষি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন, সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নূরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম।
বক্তারা বলেন, এখন থেকে থ্রিপল থ্রি নম্বরে ফোন করে যে কেউ জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে যেকোন সরকারি সেবার আবেদন দাখিল করতে পারবেন।
Leave a Reply