হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডা মুশফিক হুসেন চৌধুরী।
বিডিএমএর জেলা সভাপতি ডা ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিডিএমএর সিলেট জেলা সভাপতি ডা পবিত্র রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক ডা প্রদীপ কুমার দাস, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা আল-মামুর শাহওয়াজ, এরিস্টোফার্মার রিজিওনাল ম্যানেজার মাসুদুর রহমান, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার আমিনুল ইসলাম, ডা মোস্তফা মিয়া তালুকদার ও ডা রাজীব।
প্রধান অতিথির বক্তৃতায় ডা মুশফিক হুসেন চৌধুরী বলেন, বর্তমান সরকার চিকিৎসকদের সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তাই আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ডিপ্লোমা চিকিৎসকদের সহযোগিতা করতে হবে।
অন্যান্য বক্তা ডিপ্লোমা চিকিৎসকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেয়ার দাবি জানান।
Leave a Reply