বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে আরও ২৫ জন ‘করোনা’ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রয়েছেন, অদৃশ্য এই ভয়ংকর শত্রুর বিরুদ্ধে অগ্রবর্তী যোদ্ধা ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও জন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী। সিভিল সার্জন ডা এ কে এম মোস্তাফিজুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআরে ৪৪ জনের নমুনা পাঠানো হয়। শনিবার বিকেলে রিপোর্ট আসে ৩৪ জনের। এর মাঝে ২০ জনের রিপোর্টে ‘করোনা’পজেটিভ এসেছে।
আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৫ জন নারী। এর মাঝে সদর আধুনিক হাসপাতালের এক ডাক্তার ও এক এম্বুলেন্সচালক সহ ১১ জন কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রশাসনের ৪ জন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।
এছাড়া শুক্রবার রাতে চুনারুঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার ও এক স্বাস্থ্যকর্মী সহ ৪ জন এবং লাখাই উপজেলায় ১ জন আক্রান্ত হওয়ার বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬ জন। এতে ‘করোনা’ সংক্রমণ বিস্তারে জনমনে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। কঠোর অবস্থানে রয়েছে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী। এরপরও মানুষকে ঘরে রাখা যাচ্ছেনা।
Leave a Reply