হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত’ শাহজাহানকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। এসময় ডাকাতদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন।
আহত অবস্থায় এসআই জাহিদ হাসান, এসআই আব্দুর রহিম, কনস্টেবল রুবেল মিয়া ও কনস্টেবল শাহনেওয়াজকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার চরহামুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ‘ডাকাত’ শাহজাহানকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ঐ গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে ডাকাত ধরতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুলিশের গুলিতে আহত শাহজাহানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সর্দারকেকে গ্রেফতার করা হলেও অন্যরা পালিয়ে যায়।
সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, গ্রেফতারকৃত শাহজাহানকে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে। তার বিরুদ্ধে সদর থানা সহ কয়েকটি থানায় ৪টি ডাকাতি মামলা, ১টি অস্ত্র মামলা ও একটি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।
Leave a Reply