র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল হবিগঞ্জে ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বাহুবল উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৯। এ সময় মিরপুর বাজার হতে মামলা একাধিক ডাকাতি ও খুনের মামলার পলাতক আসামি মো মর্তুজ আলী ওরফে তারেককে গ্রেফতার করা হয়। তার বাবার নাম আনছব আলী, গ্রাম বশিনা, উপজেলা বাহুবল, জেলা হবিগঞ্জ।
র্যাব-৯ জানায়, ডাকাতির প্রস্তুতি কালে মো মর্তুজ আলী ওরফে তারেককে গ্রেফতার করা হয়। তাকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply