হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতদলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের পর বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের গাতাছড়া সেতুর নিকট এ বন্দুকযুদ্ধ হয়। এতে নিহত হয় পুলিশের তালিকাভুক্ত ডাকাত, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সোলাইমান মিয়া। এ সময় ডাকাতদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হন।
সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, আহত এএসআই সাদেক, কনস্টেবল কবির মাহি ও কনস্টেবল শাহিনুল ইসলামকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ৩টি ছোরা, ১টি লোহার রড ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া কামাইছড়া চেকপোস্টে অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে আটক করে। তাদের নিকট থেকে ডাকাতি করে নেয়া স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, মোহাম্মদ শাহীন, ইমরান হোসেন ও ইয়াছিন ওরফে কালা বাবু। এর মাঝে কালা বাবু দুর্ধর্ষ ডাকাত সর্দার। তার বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা রয়েছে।
Leave a Reply