হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানিয়েছেন, জেলার ৪টি সংসদীয় আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আর পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানিয়েছেন, পর্যটন ও শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার করতে অচিরেই হবিগঞ্জে ট্যুরিস্ট পুলিশ ও ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়া মাধবপুর এলাকায় পুলিশের একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
রবিবার সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এসব তথ্য জানান।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, বিজিবি ৫৫ ব্যাটালিয়ান অধিনায়ক জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী।
সভায় সংসদ সদস্যরা এলাকার উন্নয়নে প্রশাসন সহ সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply