হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে টেলিভিশন সাংবাদিকতায় ৩ দিনব্যাপী পিআইবির বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সার্কিট হাউসে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা রফিক, সাংবাদিক মামুনুর রহমান খান।
প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জের বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৩০ জন সাংবাদিক ও ক্যামেরাপার্সন অংশগ্রহণ করেছেন।
Leave a Reply