হবিগঞ্জ প্রতিনিধি : কয়েকদিনের টানা বর্ষণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রবিবার দুপুর ১২টায় জেলা শহরের কাছে খোয়াই বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। এ অবস্থায় শহররক্ষা বাধের অন্তত ৫টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত জানান, ভারতের ত্রিপুরায়ও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। ফলে দুদিন ধরে খোয়াই নদীতে পানি বাড়ছিল। তবে পানি বিপদসীমা অতিক্রম করলেও শহর রক্ষা বাধে ভাঙ্গনের কোন আশংকা নেই। ঝুঁকিপূর্ণ অংশগুলো ইতোমধ্যে মেরামত করা হয়েছে।
Leave a Reply