হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট সফর শেষে স্বদেশ ফিরে আসা উপলক্ষে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মোতাচ্ছিরুল ইসলামকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের আরডি হল প্রাঙ্গণে জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাকে এ গণসংবর্ধনা দেয়।
সংগঠনের সভাপতি এন এম ফজলে রাব্বী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল আমিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তোরাব আলী, উপদেষ্টা অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার ও হবিগঞ্জ জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উস্তার মিয়া, আলা চৌধুরী, আব্দুল কদ্দুছ, মনিরুল আলম বাছির, আনোয়ার হোসেন আনু, শাহিদুল হোসেন আখনজী, মহিবুল ইসলাম সোহেল, স্বপন কুমার গোপ, আশরাফ উদ্দিন চৌধুরী অনিক ও সাইফুদ্দিন জাবেদ।
Leave a Reply