হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের উপর পুলিশি হামলার প্রতিবাদে হবিগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে কোর্ট মসজিদ প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা তোফায়েল ইসলাম কামাল ও সাহাব উদ্দিন আহমেদ।
সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply