হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত ইফতার মাহফিলের আগে রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এতে অতিথি ছিলেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাভেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি আতিকুর বাবু এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাইদুল হক জুয়েল। সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক গউছ উদ্দিন চৌধুরী। পরিচালনায় ছিলেন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ শাহ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
Leave a Reply