হবিগঞ্জ প্রতিনিধি : আগামী সোমবার হবিগঞ্জে পতাকা উৎসব। জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে জাতীয় পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে জেলা প্রশাসন ব্যতিক্রমী এ উৎসবের আয়োজন করেছে।
পতাকা উৎসব উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দায়সাড়াভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ সম্মানের ব্যাপারে ধারণা নেই শিক্ষক ও শিক্ষার্থীদের। তাই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, জাতীয় পতাকার গুরুত্ব ও সম্মানবোধের বিষয়টি শিক্ষার্থীদের মনের ভিতরে জায়গা করে দিতে চাই। এ উৎসবের মাধ্যমে এক জায়গায় নিয়ে আসতে চাই জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের, যেখানে এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে।
এদিকে হবিগঞ্জ জেলা প্রশাসনের জাতীয় পতাকা উৎসব নবীগঞ্জ উপজেলায় সার্থক করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান এক সংবাদ সম্মেলনে একথা জানান।
উপজেলা পরিষদ সভাকক্ষে আহুত সংবাদ সম্মেলনে ইউএনও জানান, নবীগঞ্জ উপজেলার প্রায় ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সোমবার জাতীয় পতাকা বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, সঠিকভাবে জাতীয় পতাকার মাপ বজায় রাখা ও ভবিষ্যৎ প্রজন্মকে জাতীয় পতাকার মর্যাদা সম্পর্কে সচেতন করতেই হবিগঞ্জ জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।
এ সময় উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রধান শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply