হবিগঞ্জ প্রতিনিধি : ‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ স্লোগান নিয়ে হবিগঞ্জে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সহযোগিতায় শুক্রবার সকাল থেকে এ অভিযান শুরু হয়। জেলা প্রশাসক কামরুল হাসান কর্মসূচির উদ্বোধন করেন।
হবিগঞ্জ পৌরসভা, স্কাউট ও বিডি ক্লিন সহ ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অভিযানে অংশগ্রহণ করেন।
প্রথম পর্বে শহরের সদর হাসপাতাল, নিমতলা, চৌধুরীবাজার ও টাউন হল রোড সহ বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে জেলা প্রশাসক কামরুল হাসান, পৌর মেয়র মিজানুর রহমান এবং এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
Leave a Reply