হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে লকডাউন অমান্য করে চুটিয়ে ব্যবসা চলছে। চলাচল করছে গণপরিবহণ। তবে প্রশাসন বলছে, লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। সোমবার সকাল থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হলেও দুপুর পর্যন্ত হবিগঞ্জের কোথায়ও এর কার্যারিতা ছিলনা। ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা ছিল। গণপরিবহণ চলাচলও ছিল প্রায় স্বাভাবিক। তবে দুপুরে জেলা প্রশাসক ইশরাত জাহানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে নামলে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ফেলেন।
এ সময় জেলা প্রশাসন কয়েকটি গণপরিবহণে জরিমানা করে। অন্যদিকে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় ২ হাজার ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৯৫ জন। আর ১৭ জন মারা গেছেন।
Leave a Reply