হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদীর উচ্ছেদ অভিযানে পুলিশ জেলা প্রশাসনকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। শুধু খোয়াই নদী উদ্ধার নয়- মাধবপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও রেল বিভাগের জায়গা উদ্ধার সহ সকল উদ্যোগে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করে।
বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে দেওয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ সহযোগিতার জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী ও জেলা সাংবাদিক ফোরাম সভাপতি এমদাদুল ইসলাম সোহেল।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ পুলিশ বিভাগের সাথে সমন্বয় রেখে হবিগঞ্জবাসীর কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছেন।
Leave a Reply