হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
মঙ্গলবার জেলা আধুনিক স্টেডিয়ামে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্টে নবীগঞ্জ একাদশ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে চুনারুঘাট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ ও অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার।
Leave a Reply