হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তির শিক্ষায় মেধাবী ও দক্ষ মানবসম্পদ তৈরি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে গরীর ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে এককালীন বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলামও বক্তব্য রাখেন।
এ বছর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ১৪ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
Leave a Reply