হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি এ অনুষ্ঠানে আয়োজন করে।
দলের সহ সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছের পরিচালনায় এতে বক্তৃতা করেন, সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, ছাত্রদল সভাপতি এমদাদুল হক এমরান ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply