হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৩০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহতরা জানান, কাশিপুর গ্রামের আমির আলীর সাথে তার আত্মীয় আরজু মিয়ার বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যায় এ দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে এলাকার মুরব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Leave a Reply