হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান আতিকের ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জে ৩ শতাধিক দরিদ্র, অসহায় ও কর্মহীনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুকবার দুপুর আড়াইটার দিকে শহরের দক্ষিণ শ্যামলীতে তার বাসভবনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া শহরের হবিগঞ্জ-নবীগঞ্জ বাসস্ট্যান্ড এবং শায়েস্তগঞ্জেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দলের জেলা সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক সহ সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, প্রভাষক এস এম লুৎফুর রহমান, মিজবাহ উদ্দিন ও জালাল উদ্দিন আহমেদ।
এদিকে জুম্মা নামাজ শেষে উমেদনগর টাইটেল মাদরাসায় জাতীয় পার্টি নেতা আতিকুর রহমান আতিকের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply