হবিগঞ্জ প্রতিনিধি : ‘উপজেলা প্রতিষ্ঠাতা এরশাদ তুমি সফল নেতা’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাতে শহরের শংকর সিটি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে এবং দলীয় নেতা প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দলের জেলা সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজউদ্দিন আহমেদ বাবুল, কাজল আহমেদ, গাজী মিজবাহ উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, প্রভাষক ওয়াহিদুর রহমান, সাবেক ওয়ারেন্ট অফিসার তালেব আলী, শেখ জালাল, জেলা ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, রহিছ আলী, জুয়েল আহমেদ জীবন, সিরাজুল ইসলাম, নূরুল হক, সিরাজ মিয়া ও সুজিত রায়।
সভাপতির বক্তব্যে শংকর পাল বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা প্রতিষ্ঠা করে জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিয়েছিলেন।
Leave a Reply