হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ব্যাপক কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা থেকে শোভাযাত্রা বের করা হয়।
এছাড়া রক্তদান এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply