হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা যুব সংহতির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দক্ষিণ শ্যামলীতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় পার্টির জেলা সদস্য সচিব শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, কৃষক পার্টির সভাপতি গাজী মিজবা উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ ও জাতীয় ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না। সভাপতিত্ব করেন, জেলা যুব সংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শেখ জালাল।
পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply