হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাতে হবিগঞ্জ পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল।
শংকর সিটির কনভেশন সেন্টারে পৌর জাতীয় পার্টির সভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুলের সভাপতিত্বে ও প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় সদস্য মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলার সাবেক প্রচার সম্পাদক আবুবকর খান, সাবেক সহ দফতর সম্পাদক প্রভাষক ওয়াহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, অমৃকা চন্দ্র দাস, আরব আলী, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, শাহ এ এস এম রায়হান উদ্দিন নায়েব, জুয়েল আহমেদ জীবন, গোলাম মাহমুদ আশিক, বিশ্বজিৎ চৌধুরী, আব্দুল মোহিত, শামছু মিয়া, সালমান, জুবায়ের আহমেদ জীবন, মোহন মিয়া, রমেন্দ্র দেবনাথ, আলমগীর খান, ছায়েদ মিয়া, আব্দুল হান্নান, কামরুল হাসান কামাল, হাছন তালুকদার, আনোয়ার হোসেন আনু, শাহজাহান মিয়া ও কনা মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শংকর পাল বলেন, জাতীয় পার্টির শাসন আমলেই দেশে উন্নয়নের সূচনা হয়েছিল। এর ধারাবাহিকতা এখনও রয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে দল খুব কঠিন সময় পার করছে। এ পরিস্থিতিতে জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
Leave a Reply