বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর/২৬ অগ্রহায়ণ) দুপুরে হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের সভাপতি মফিজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক পৌর মেয়র জি কে গউছ।
জেলা কৃষক দলের যুগ্মআহবায়ক সিরাজুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনামুল হক, মঈনুদ্দিন খান, আরব আলী ও অ্যাডভোকেট মিজানুর রহমান।
প্রধান অতিথি জি কে গউছ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থান করেও ভার্চুয়াল প্লাটফরমে দলের কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
দিনটি উপলক্ষে একটি শোভাযাত্রাও বের করা হয়।