হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জমির আইল কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্বপন মিয়া (২৫) সদর উপজেলার কাশিপুর গ্রামের সুরত আলীর ছেলে ।
পুলিশ জানায়, সদর উপজেলার কাশিপুর চাঁনপুর গ্রামের সুলতান মিয়া ও ছালামত মিয়ার মধ্যে জমির আইল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে রবিবার সকালে প্রথমে কথা কাটাকাটি ও পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক স্বপন মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply