হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিবার কল্যাণ কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। সভাপতিত্ব করেন জেলা পরিবার কল্যাণ কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা নাসিমা খানম ইভা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা সুচিন্ত চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এমরান হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী।
এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও সেবিকারা উপস্থিত ছিলেন।
Leave a Reply