হবিগঞ্জ প্রতিনিধি : ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই প্রতিপাদ্যে হবিগঞ্জে জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক ইশরাত জাহান এতে নেতৃত্ব দেন।
হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে পরিচালিত এই কর্মসূচিতে নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।
এর আগে মধ্যরাত থেকে ভাসমান লোকদের উপর প্রথম ডিজিটাল জনশুমারি কার্যক্রম শুরু হয়।
সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
Leave a Reply