হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জঙ্গি অর্থায়নের অভিযোগ ও মানি লন্ডারিং মামলায় সিআইডির হাতে গ্রেফতার জঙ্গী মোস্তাক আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার বিকেলে ঢাকার মালিবাগের অর্গানাইজড ক্রাইম স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক শফি আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের আরডি হল সংলগ্ন ইসলামি ব্যাংকের সামনে থেকে মোস্তাক আহমেদকে গ্রেফতার করে।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক শফি আহমেদ বাদি হয়ে তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেন।
বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মোস্তাক আহমেদ এর আগে একাধিকবার জঙ্গী সন্দেহে পুলিশের কাছে আটক হয়।
সে একসময় তুরস্কে ছিল এবং প্রচুর টাকা দেশে এনে বিভিন্ন মসজিদ, মক্তব ও মাদরাসায় বিতরণ করে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি সহ ৫টি নাশকতা মামলা রয়েছে।
Leave a Reply