হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের অলিপুরে ছেলে ধরা সন্দেহে ৩ জন গণপিটুনির শিকার হয়ে গুরুতর অবস্থায় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রবিবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলো, মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাশিপুর গ্রামের তোরাব আলীর ছেলে মোখলেছ মিয়া, রতনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে গিয়াস উদ্দিন ও বরিশালের উজিরপুর উপজেলার হাতিপুর গ্রামের শাহেদ মোল্লার ছেলে সিরাজুল ইসলাম।
পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় এই তিন জন একটি সিএনজি অটোরিক্সায় ঘুরাফেরা করছিল। এতে এলাকাবাসীর সন্দেহবশত তাদেরকে ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে লোকজন তাদেরকে আটকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
Leave a Reply