হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শংকর পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, সদর উপজেলা সভাপতি অধ্যাপক আবিদুর রহমান, জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুব সংহতির আহ্বায়ক প্রভাষক এসএস লুৎফুর রহমান ও ছাত্র সমাজের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের জেলা সভাপতি জুবায়েদ হোসেন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব দেব।
Leave a Reply