হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের একাংশ। এ সময় তারা রাস্তা অবরোধ করে সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আব্দুল্লাহ মুকিবের কুশপুত্তলিকা দাহ করেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সৈয়দ আজহারুল হক বাকু ও শাহ সালাহ উদ্দিন টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পর এক পথসভায় বক্তারা অভিযোগ করেন, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ইমদাদুল হক ইমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীর গ্রামের বাড়ি আহমেদ আব্দুল্লাহ মুকিবের গ্রাম আজমিরীগঞ্জের শিবপাশায়। এ সূত্র ধরেই মূলত তিনি সংগঠনের কেন্দ্রকে ভুল বুঝিয়ে তার নিজ গ্রামের ছেলেদের দিয়ে পকেট কমিটি করিয়েছেন।
Leave a Reply