হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চোরাইপথে বিদ্যুৎ ব্যবহারকারীদের হামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার আহত হয়েছেন।
তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাতে এ হামলা হয়। পুলিশ ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে।
পিডিবি সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার সহকারী প্রকৌশলী কবির হোসেন ও কম্পিউটার অপারেটর তাম্মান্না ফেরদৌসকে নিয়ে অফিস থেকে বের হয়ে নিয়ন্ত্রণ কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় অফিসের সামনে পূর্ব থেকে ওৎপেতে থাকা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী চক্র এ উপর হামলা চালায়। তবে পিডিবির অন্যান্য কর্মকর্তা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাওখায়াত হোসেন রুবেল ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply