হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে চুরি ডাকাতি বৃদ্ধির প্রতিবাদে সম্মিলিত যুব সমাজের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, জেলা বাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, ছাত্রলীগ নেতা মোস্তাফা কামাল আজাদ রাসেল প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে সদর থানার ওসি ইয়াসিনুল হকের অপসারণ দাবি করে বলেন, অন্যতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
Leave a Reply