হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে চুক্তি অনুযায়ী শেলো মেশিন দিয়ে পানি না দেওয়ায় কৃষকদের ১০ একর জমির ফলন বিনষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
চলতি মৌসুমে হবিগঞ্জ-লাখাই সড়ক সংলগ্ন রিচি পূর্বেবন্দের হাওরে প্রায় ২০ একর জমিতে বোরোধানের চাষ হয়েছে। এই জমিগুলোতে শেলো মেশিন দিয়ে পানি দিতে কৃষককদের সঙ্গে চুক্তিবদ্ধ হন রিচি গ্রামের সড়ক বাড়ির শফিক মিয়া। এ জন্যে কৃষকদের নিকট থেকে তিনি অগ্রিম টাকাও নিয়েছেন; কিন্তু চুক্তি অনুযায়ী যেভাবে পানি দেওয়ার কথা ছিলো সেইভাবে দেননি।
কৃষক ফরিদ মিয়া জানান, চুক্তি অনুসারে শফিক মিয়া পানি না দেওয়ায় চুক্তিবদ্ধ সবার জমির মাটি ফেটে গেছে। তাই মার খেয়েছে ফলন। ইতোমধ্যে চিটা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply