হবিগঞ্জ প্রতিনিধি : দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের ২৪টি চা বাগানের চা শ্রমিকরা শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।
সকাল ১১টা থেকে বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগানে জড়ো হতে থাকেন বিভিন্ন চা বাগানের শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিল করেন। এক পর্যায়ে অবরোধ করেন, ঢাকা-মৌলভীবাজার মহাসড়ক। এ সময় তারা ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শ্রমিকরা বলছেন, নিত্যপণ্যের উর্ধগতির সময়ে দৈনিক ১২০ টাকা মজুরিতে খাবারই হয়না। তাই তা বাড়িয়ে অন্তত ৩০০ টাকা করতে হবে। এ নিয়ে মালিকপক্ষ শুধু তাদের সঙ্গে টালবাহান করছে।
Leave a Reply