হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চা বাগান এলাকার বিদ্যমান আইনশৃঙ্খলার সমস্যা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ পুলিশ লাইন্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএমের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী পরিচালনায় এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন সহ বিভিন্ন থানার ওসি, ২৩টি চা বাগানের ব্যবস্থাপক ও শ্রমিক নেতৃবৃন্দ।
পুলিশ সুপার জানান, চা শিল্পকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে চা বাগানগুলোতে নিরাপত্তা আরো জোরদার করা হবে।
তিনি চা বাগান কর্তৃপক্ষকে বাগান ব্যবস্থাপকের বাংলাতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণের পরামর্শ দেন।
Leave a Reply