হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মোশারফ নামে এক গাড়িচালক হত্যার রহস্য উদঘাটন করা হয়েছে।
ঢাকা ও বরিশাল থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের হাতে ধরা পড়া দুই জনের মধ্যে একজন আদালতে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
গ্রেফতার হওয়া সালাউদ্দিন মীর মিলন বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান আলম প্রধানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী রাতে সাংবাদিকদের জানান।
তিনি জানান, ২০১৮ সালের ২৭ মে ঢাকা থেকে ইউনিক পরিবহণে সিলেট এসে জাফলং যাওয়ার জন্য মোশারফের প্রাইভেট কার ভাড়া নেয় তিন দুর্বৃত্ত। পরে তারা সিলেট ফিরে বিয়ারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে কৌশলে গাড়িচালককে পান করিয়ে অচেতন করে ফেলে। এরপর ঐ তিন জনের একজন শামীম ফকির গাড়িচালক মোশারফ সহ গাড়ি চালিয়ে ঢাকার পথ ধরে। পথে বাহুবল উপজেলার রূপশংকর এলাকায় মোশারফকে গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মহাসড়কের পাশে ফেলে দিয়ে প্রাইভেট কারটি নিয়ে ঢাকার দিকে ছুটতে থাকে; কিন্তু নরসিংদী এলাকায় পুলিশ চেক পোস্ট দেখে ভয়ে গাড়ি রেখেই পালিয়ে যায়।
এদিকে পুলিশ পরদিন মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে মোশারফের পরিবার এসে তা সনাক্ত করে। এ ঘটনায় গাড়ির মালিক কামাল আহমেদ বাদি হয়ে মামলা দায়ের করেন। থানা পুলিশ প্রথমে তদন্ত শুরু করে। পরে তা হবিগঞ্জ পিবিআইতে স্থানান্তরিত হয়। পিবিআইর পরিদর্শক ফরিদুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। বিভিন্ন তথ্য-উপাত্ত ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসমিদের চিহ্নিত ও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকেলে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে শামীম ফকির (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতেই বরিশালের উজিরপুর এলাকা থেকে সালাউদ্দিন মীর মিলনকে (২৯) পিবিআই গ্রেফতার করে।
Leave a Reply