হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার চাঞ্চল্যকর চার শিশু হত্যা মামলায় আরো দুই জন সাক্ষ্য দিয়েছেন।
এ নিয়ে মোট ৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো। মঙ্গলবার আরও একজনের স্বাক্ষ্য গ্রহণ করা হবে।
সোমবার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখে কারাগার থেকে ৫ আসামি পঞ্চায়েত প্রধান আব্দুল আলী, তার দুই ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, তার সেকেন্ড ইন কমান্ড আরজু মিয়া ও শাহেদ মিয়াকে কড়া নিরাপত্তায় জেলা শিশু আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আতাবুল্লাহ স্বাক্ষী কাজল মিয়া ও মিজান মিয়ার স্বাক্ষ্য গ্রহণ করেন।
রাষ্ট্রপক্ষে স্পেশাল পিপি ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এ মামলা পরিচালনা করছেন। মামলায় ৮ জন আসামির মধ্যে ৩ জন পলাতক রয়েছেন।
এ বছরের ১২ই ফেব্রুয়ারি উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) খেলতে গিয়ে নিখোঁজ হয়।
নিখোজের ৫ দিন পর ১৭ই ফেব্রুয়ারি পুলিশ গ্রামের পার্শ্ববর্তী স্থানে চার শিশুর মাটিচাপা লাশ উদ্ধার করে।
Leave a Reply