হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গ্রাম পুলিশ বাহিনী চাকরি সরকারিকরণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি শেখ মো ইউনূছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা সভাপতি সুবির সরকার, চুনারুঘাট উপজেলা সভাপতি অন্তর তাঁতী ও মাধবপুর উপজেলা সভাপতি নিখিল সরকার। পরিচালনা করেন কমান্ডার মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, হবিগঞ্জের বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ৪ বছর ধরে বেতন ও হাজিরা ভাতা পাচ্ছেন না। এ কারণে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
তারা তাদের চাকরি সরকারিকরণের দাবিও জানান।
পরে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
Leave a Reply