হবিগঞ্জ প্রতিনিধি : ‘নেশা মুক্ত জীবন চাই, বাঁচার মতো বাচঁতে চাই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ ইউনূছ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া ও অর্থ সম্পাদক ইউসুফ আলী জিতুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সুরুজ আলী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় চেয়ারম্যান কমান্ডার মোস্তফা কামাল, মহাসচিব কমান্ডার এম এ নাসের, আপিল বাস্তবায়ন কমিটির সভাপতি এম এ লাল মিয়া ও অতিরিক্ত মহাসচিব কমান্ডার ক্যাডেট আনোয়ার হোসেন।
বক্তারা অভিযোগ করেন, সাড়ে ৩ বছর ধরে বানিয়াচঙ্গ উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশগণ থানায় হাজিরা ভাতা ও ১ বছর ধরে ইউনিয়নের ভেতন পাচ্ছেন না। এছাড়াও লাখাই উপজেলার গ্রাম পুলিশরা থানায় হাজিরা ভাতা না পাওয়ায় গ্রাম পুলিশগণ পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
Leave a Reply