হবিগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হবিগঞ্জে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।
বুধবার সকালে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগায় পর পর অনুষ্ঠিত হয় দুটি ঈদের জামাত। প্রথম জামাত শুরু হওয়ার পূর্বে গুড়িগুড়ি বৃষ্টির হয়। জামাতের পূর্বে ঈদের শুভেচ্ছা জানান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।
ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল ঈদগা এলাকায়। নামাজ আদায় শেষে মুসল্লিরা পারস্পরিক কোলাকুলি করেন।
জামাতের পর পরই পশু কোরবানি শুরু হয়।
Leave a Reply